দেশী হাঁসের গোশতের পুষ্টিগুণ

দেশি হাঁসের গোশত এর স্বাদ যেমন অতুলনীয় তেমন পুষ্টিগুণেও সেরা।  সুস্বাস্থ্যের জন্যও হাঁসের মাংস বেশ উপকারী। বিশেষ করে যারা ওজন বাড়াতে চান, তাদের জন্য এই মাংস খুবই কাজের। ১০০ গ্রাম হাঁসের প্রায় ক্যালরি ১৩০ ক্যালরি থাকে। এছাড়াও হাঁসের মাংস প্রোটিনের ভালো উৎস। এতে নিয়াসিন, ফসফরাস, রিবোফ্লোবিন, আয়রন, জিংক, ভিটামিন বি৬ এবং থায়ামিন আছে।এছাড়া অল্প পরিমাণে আছে ভিটামিন বি১২ এবং ম্যাগনেশিয়াম।

বর্তমান দাম জানতে ছবিতে ক্লিক করুন

ওজন বাড়াতে হাঁসের মাংস

চামড়াসহ হাঁসের মাংসে অধিক মাত্রায় ফ্যাট এবং কোলেস্টেরলও আছে। গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসে চর্বির পরিমাণ বেশি। এই চর্বির মধ্যে সম্পৃক্ত চর্বির পাশাপাশি অসম্পৃক্ত চর্বিও রয়েছে। সম্পৃক্ত চর্বিতে আছে কোলেস্টেরল। তাই ওজন বাড়াতে হাঁসের মাংস খাওয়া উত্তম। খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, জিংক, কপার, ম্যাগনেসিয়াম ও সেলেনিয়াম আছে। হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে। তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে।

হাঁসের মাংসের আরো যত উপকার

তাছাড়া শরীরের তাপমাত্রা উষ্ণ রাখতেও সাহায্য করে এই ফ্যাটি অ্যাসিড। এ ছাড়া হাঁসের মাংসে উচ্চখনিজ পদার্থ থাকায় গলাব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তবে যাদের উচ্চরক্ত চাপের সমস্যা আছে, তাদের হাঁসের মাংস না খাওয়াই ভালো। আর খেলেও অল্প পরিমাণে। কারণ এতে রক্তচাপ বেড়ে যেতে পারে।

Related Posts

গর্ভাবস্থায় কী খেতে হবে?

গর্ভাবস্থায় সঠিক খাবার ভ্রূণের বিকাশ ও মায়ের স্বাস্থ্য সবল ও সুস্থ রাখায় অগ্রণী ভূমিকা পালন করে।

How To Be Seller At Bhumika.com.bd

Are you planning to sell your products online in Bangladesh? In this blog, we will talk about being a seller at Bhumika. You can sell your products…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *