আপনার সন্তানকে ইসলামের পথে চলতে যে বইগুলো কাজে লাগবে

পৃথিবীর কোন মা-বাবা চান না যে তার সন্তান মানুষের মতো মানুষ হোক? একজন আদর্শ সন্তান হিসেবে বড় হয়ে পিতামাতার মুখ উজ্জ্বল হোক?

কিন্তু মা-বাবার চাওয়ার সাথে দায়িত্ব-কর্তব্যও পালন করাও খুবই জরুরী একজন সন্তানকে ঠিক পথে বড় করে তোলতে। আর ইসলামে সন্তান হচ্ছে আল্লাহ্‌র পক্ষ থেকে দেওয়া আমানত, সন্তানের প্রতি আপনাকে কেয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে যে আপনি তাঁদের কোন পথে চালিয়েছেন আর কীভাবে তাঁদের ইসলামিক পথে বেড়ে উঠতে সাহায্য করেছেন।

তাই মা-বাবা হিসেবে আপনার উপর এই দায় বর্তায় যে আপনি আপনার সন্তাকে সঠিক পরিবেশ, উপদেশ দিয়েছেন কিনা!

আজকে আমরা আপনার সন্তানের জন্য উপকারী কিছু বই নিয়ে আলোচনা করবো যা আপনার সন্তানকে দ্বীনের পথে থাকতে ও মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে ইনশা-আল্লাহ্‌!

ছোটদের আদব সিরিজ

সবাই পৃথিবীর সেরা হতে চায়। তবে সেরা হওয়ার উপায় অনেকেই জানে না। সেরা হওয়ার প্রথম শর্তই হচ্ছে আদব-আখলাক সুন্দর হওয়া। আদব-আখলাক সুন্দর হলে সবাই উপকৃত হয়। ব্যক্তি যেমন শান্তিতে থাকে, তেমনি শান্তিতে থাকে তার পরিবার। আর এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে পুরো সমাজে।

তুমি কি নবিজির প্রিয় হতে চাও? কিয়ামাতের দিন প্রিয় নবিজির কাছাকাছি থাকতে চাও? যেদিন সবাই পেরেশান থাকবে, সেদিন নবিজির কাছাকাছি থাকতে হলে আদব-আখলাক সুন্দর হওয়া চাই। প্রিয় নবিজি বলেছেন, “তোমাদের মধ্যে যার স্বভাব-চরিত্র সবচেয়ে সুন্দর হবে, কিয়ামাতের দিন সে আমার সবচেয়ে প্রিয় হবে এবং আমার সবচেয়ে কাছে থাকবে।

”আদব-আখলাক শেখার সবচেয়ে ভালো সময় শৈশবকাল। বড় হয়ে শেখা অনেক কঠিন। তাই বড়দের উচিত ছোটদের উত্তম আদব-আখলাক শিক্ষা দেওয়া। সুন্দর আদব-আখলাক গঠনের উদ্দেশ্যেই বহুদিনের প্রচেষ্টায় আমরা নিয়ে এসেছি ‘ছোটদের আদব সিরিজ’ এবং ‘ছোটদের আখলাক সিরিজ’। দুটি সিরিজের মোট বারোটি বই। যেখানে গল্পে গল্পে আদব ও আখলাকের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে।

Related Posts

রমাদান বিষয়ক বই ২০২৪

রমাদান, রমজান, রোজা বা সিয়াম যাই বলুন না কেন এই মহান মাসটি আল্লাহ্‌ আমাদেরকে দিয়েছেন আরও পুণ্যবান হতে, আল্লাহর অশেষ রহমত উজাড় করে দিতে। প্রতিবছর এই মাসে…

সেরা কিছু বই যা অবশ্যই পড়া উচিৎ

উপন্যাস উপন্যাস প্রেমী তো গননা করলে শেষ হবেনা এমন। আমাদের বইপ্রেমীদের মাঝে প্রায় শতভাগ মানুষ উপন্যাস পছন্দ করে আর টা যদি হয় শরৎ কিংবা রবীন্দ্র এর তবে…

মেয়েদের জন্য সেরা ১০ টি ইসলামিক বই

ইসলামি নারীদের অবস্থান পুরুষের পাশপাশি এবং তাঁদের অধিকার ও মর্যাদা নিয়ে অসংখ্য কুরআনের আয়াত ও হাদিস পাওয়া যায়। মহান আল্লাহ্‌ তা’আলা পবিত্র কুরআন শরীফে নারীদের নামে “নিসা”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *